
টাঙ্গাইলের সখীপুরে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে লাথি মারার ঘটনায় তাকে অপসারণ চেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুব্দ জনতা।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানায়, গত রবিবার বেলা ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যক্তি ছোট একটি লাঠি হাতে নিয়ে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে যান। তিনি এক ব্যক্তিকে পেটাবেন বলে বকাঝকা ও খোঁজ করছিলেন। এ সময় দায়িত্বরত দফাদার মোতালেবকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরে দুপুর দুইটার দিকে তিনি একইভাবে পরিষদ চত্বরে গিয়ে বকাঝকা করতে থাকেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরকার নূরে আলম মুক্তা এগিয়ে গিয়ে মোতালেবকে পরিষদ চত্বর ত্যাগ করতে বলেন। এসময় ক্ষিপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে আঘাত করে বসেন।পরে জনসম্মুখে লাথি খেয়ে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মোতালেবকে লাথি মারেন।
তারা আরও জানায়, স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যান কে ফাঁসাতে এই ঘটনার ভিডিও টি কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতেই তারা খ্যান্ত হননি এ ঘটনাকে কেন্দ্র করে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে মানবন্ধন কর্মসূচি পালন করে তারা। এছাড়াও ঈদের আগে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।
চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা গণমাধ্যমকে বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। জানলে আমি কোনোভাবেই এই আচরণ করতাম না। এখন আমাকে ছোট করতে কোনও একটি পক্ষ ভিডিওটি কেটে-ছেঁটে ভিন্নভাবে একটি মহল উপস্থাপন করছে।’
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]