
ফরিদপুরের বোয়ালমারীতে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারির বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
২৫ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকায় মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে তারা। সোতাশী গ্রামের শত শত নারী পুরুষ এ অবরোধ ও বিক্ষোভে অংশ গ্রহণ করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
জানা যায়, বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত মাদক কারবারি মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটকের পর ছেড়ে দিলে, এলাকায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আওয়ামী লীগ নেতা চিহ্নিত মাদক কারবারি মতি কাজী ওরফে মতি মেম্বার। গতকাল রাতের আঁধারে মতি কাজীর নেতৃত্বে ৩০ /৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির সমর্থক ৭টি বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে হামলাকারীরা। হামলা ভাঙচুর ও লুটপাট করার প্রতিবাদে চিহ্নিত মাদক কারবারি মতি কাজীসহ হামলায় অংশ নেওয়াদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চিহ্নিত মাদক-কারবারি, একাধিক মাদক মামলার আসামি মতি কাজী ওরফে মতি মেম্বার দীর্ঘদিন ধরে এলাকাটিতে বেপরোয়াভাবে মাদক কারবার চালিয়ে আসছিল। সে উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দাউদ কাজীর ছেলে।
এলাকায় মাদক-সম্রাট ইয়াবা মতি মেম্বার নামেই সে সর্বাধিক পরিচিত।
স্থানীয়রা আরও জানায়, সোমবার ২৪ মার্চ সন্ধ্যায় ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক সম্রাট মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট ও প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গা-ঢাকা দেয় মতি কাজী। এসময় মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটক করে। ইসলাম কাজীর স্বীকারোক্তি অনুযায়ী আভিযানিক দল মতি কাজীর মায়ের ঘরের একটি বাক্স থেকে বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট ও দুই কেজির মতো গাঁজা উদ্ধার করে। তখন ইসলাম কাজীকে আটক করে অভিযানকারী টিম। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী।
পরে আটক ইসলাম কাজীকে ছেড়ে দেয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। সে ছাড়া পেয়ে মিষ্টি বিতরণ করায় চিহ্নিত মাদক কারবারি মতি কাজীর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি আওয়ামী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাত সাড়ে আটটার দিকে বিএনপি সমর্থক ৭ টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায় । এসময় বাড়ির বেশির ভাগ লোক তারাবি নামাজ পড়তে মসজিদে ও পার্শ্ববর্তী মমিন মার্কেটে আডা দিচ্ছিল।
হামলায় বিএনপি সমর্থক গ্রামটির ইউসুফ মণ্ডলের ছেলে বাবর মণ্ডল (২৮) ও রিজাউল শেখের ছেলে মো. মুজাহিদ শেখ(২৩) নামে দুই যুবক মারাত্মক আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় আহত দুজনেরই হাত ভেঙে দিয়েছে হামলাকারীরা। বর্তমানে তারা হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় যে সব বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্তরা হলেন সোতাশী গ্রামের হাসেম শেখের ছেলে কামরুল শেখ (৪৫) শরিফুল শেখ (৪০), নুরু মাতুব্বরের ছেলে কুবাদ শেখ (৪০), আজিত মাতুব্বরের ছেলে কবির মাতুব্বর। ও আবু শেখের ছেলে তারা শেখ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ থেকে অবগত হয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/মিলু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]