স্বাধীনতা দিবস বাঙালির ঐতিহাসিক গৌরবময় দিন: ফাহিম
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৪:৪১
স্বাধীনতা দিবস বাঙালির ঐতিহাসিক গৌরবময় দিন: ফাহিম
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম ।


আইয়ুব আলী ফাহিম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জন্য একটি ঐতিহাসিক গৌরবময় দিন। আমরা স্বাধীনতার জন্য অসংখ্য শহীদের আত্মত্যাগের ঋণী। এই দিনে, আমরা তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের ত্যাগ ও সাহসিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি।


তিনি আরও বলেন, এই দিনটি আমাদের মুক্তির এবং সংগ্রামের প্রতীক, যা আমাদের দেশের জনগণকে আরও একসাথে শক্তিশালী এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আমি আশা করি, বাংলাদেশের প্রতিটি নাগরিক এ দিনটি উদ্‌যাপন করে জাতির অগ্রগতির জন্য নিজেদের যথাসাধ্য অবদান রাখবে।


আইয়ুব আলী ফাহিম তার বক্তব্যে আরও উল্লেখ করেন, "লতা গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে আমরা আমাদের দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত। স্বাধীনতা দিবসে আমি সকলের মঙ্গল ও সুখী ভবিষ্যতের জন্য প্রার্থনা করি।"


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com