
রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেলসহ মো: সাইদুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম গ্রাম থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক মাদ্রাসা শিক্ষক মো: সাইদুল ইসলাম মাছাপাড়া ইউনিয়নের কুরবান আলী মোল্লার ছেলে।সে পাংশা উপজেলার বায়তুন নুর হাফেজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মাদ্রাসা শিক্ষক মো: সাইদুল ইসলাম সহ ৪ থেকে ৫ জন দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে পাংশা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,এই মাদ্রাসা শিক্ষকসহ আরও কয়েক জনের একটি টিম আছে।তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, মো: সাইদুল ইসলামের বিরুদ্ধে চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে পেনাল কোড ৪১৩ ধারা মোতাবেক মামলা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]