
বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর বয়স অনুমানিক ৬৫ বছর। এরির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
২৩ মার্চ, রবিবার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোরুজ্জামান জানান, দুর্ঘটনার পর সিএনজির পাশে একবৃদ্ধর মরদেহ পরেছিল। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই সময় সিএনজির নিকট অন্য কাউকে পাওয়া যায়নি। তবে সিএনজি চালকের মোবাইল নাম্বার পাওয়া গেছে তার সাথে যোগাযোগ করা চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]