
মাগুরার শালিখায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা অস্ত্র ও গুলিসহ এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী৷
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় উপজেলার তিলখড়ি গ্রামের বিএনপিকর্মী কাজী আল আমিনকে (৩৬) যৌথ বাহিনী গ্রেফতার করে। এসময় ১টি একনালা বন্দুক, ১৪টি ধারালো অস্ত্র, ৪টি ঢাল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন রয়েছে।সেই সাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও যৌথ বাহিনী জানিয়েছেন৷ এরিপোর্ট লেখা পর্যন্ত শালিখা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিলো৷
এ ব্যাপারে গ্রেফতারকৃত কাজী আল আমিন এর পরিবার আজ বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করেছেন৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার স্ত্রী শারমিন খাতুন বলেন,প্রতিপক্ষের লোকজন আল আমিনকে ফাঁসাতে আমাদের বাড়ীর ছাদে ভাঙা একটা বন্দুক সহ দেশীয় অস্ত্র রেখে যায়৷ তিনি আরও বলেন, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে তাকে ফাঁসানো হয়েছে৷
বিবার্তা/মনিরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]