বিজিবির প্রতিবাদে সীমান্তে লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিলো বিএসএফ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০
বিজিবির প্রতিবাদে সীমান্তে লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিলো বিএসএফ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে বিজিবির কড়া প্রতিবাদের মুখে সীমান্তের শূন্য রেখায় লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিলো বিএসএফ।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা বৈঠক করেন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।


বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের মুখে দুদেশের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপরে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানায় বিএসএফ। এরপর ওইদিন রাত সাড়ে ১১টার দিকে গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।


বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফ’র পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।


উল্লেখ্য ৯ ফেব্রুয়ারি রাতে বিএসএফ আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপর একটি সিসি ক্যামেরাটি স্থাপন করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com