
নতুন বাংলাদেশ গড়ার লক্ষে বিভিন্ন পেশাজীবী মানুষের দক্ষতা উন্নয়নের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (১২ ফ্রেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদেরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মতিউর রহমান জামায়াতী ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আমীর অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পেশাজীবীর ২শ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]