লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে পাবলিক লাইব্রেরি স্থাপন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৫
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে পাবলিক লাইব্রেরি স্থাপন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে সেবাগ্রহীতাদের জন্য অত্যাধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এখানে একসঙ্গে ১৮ জন বসে বই পড়তে পারবেন।


সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফলক উন্মোচন ও ফিতা কেটে লাইব্রেরিটি উদ্বোধন করেন।


লাইব্রেরি উদ্বোধন উপলক্ষ্যে পৌরসভা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় পৌরসভার বিভিন্ন বিভাগে কর্মরত কয়েকজনকে কর্মদক্ষতার জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের কয়েকজন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে।


লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, চৌমুহনী এসএ কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী প্রমুখ।


লাইব্রেরি উদ্বোধন শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, অত্যন্ত সমৃদ্ধ কিছু বই দিয়ে লাইব্রেরিটি সাজানো ও বিন্যস্ত করা হয়েছে। সেবাগ্রহীতারা পৌরসভায় এসে সেবাগ্রহণের পাশাপাশি লাইব্রেরিতে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। তারা আনন্দের খোরাক এখানে খুঁজে পাবে। বই পড়ার মাধ্যমে পৌরবাসী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।


বিবার্তা/সুমন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com