
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ে গ্রাম পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জেলা পরিষদের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন।
পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস এম শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলা প্রশাসনের রিভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ইমরানুজ্জামান গ্রাম পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী কর্মশালায় জেলার পাঁচ থানার সকল গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]