
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রতিবন্ধীদের সুবর্ণ পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবার আয়োজনে এসব পরিচয়পত্র বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সুবর্ণ পরিচয়পত্র বিতরণ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ আরও অনেকে। এতে ১০ জনকে সুবর্ণ পরিচয়পত্র দেওয়া হয়। এছাড়াও উপজেলার আরো ২ হাজার ৬০ জন প্রতিবন্ধী এই সুবর্ণ পরিচয়পত্র পেয়েছেন।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]