
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে পঞ্চগড়ে দুইদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।
আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা, জ্ঞান বিকাশে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের কল্যাণকে কাজে লাগিয়ে নিজেদের উদ্ভাবনী জ্ঞানকে কাজে লাগাতে হবে। দেশ ও পরিবেশের প্রয়োজনে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে জনগণের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান।
পরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেয়া স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবনী নানা প্রযুক্তি প্রর্দশনী ঘুরে দেখেন অতিথিরা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা শহরের ২০ শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]