
দিনাজপুরের ঘোড়াঘাটে মেয়ের ডাকে জামাইয়ের জমিতে বোরো ধান রোপন করতে গিয়ে শশুর মতিয়ার রহমান (৪৮) প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে নিহত হন মতিয়ার রহমান(৪৮)। ঘটনার এক ঘন্টা পরে পুলিশ ঘটনা স্হল থেকে হত্যার ঘটনায় জড়িত আসামি বাবুল চৌধুরী ওরফে বাবু (৬৫) আটক করেছে থানা পুলিশ। জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ জামাইয়ের সাথে বিরোধ চলে আসছিল জামাই আনোয়ারের চাচাতো ভাই বাবু মিয়ার।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান একই ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মেয়ে-জামাইয়ের বাড়ি ১নং বুলাকিপুর ইউনিয়নের শাহপাড়া গ্রামে যান মতিয়ার রহমান । সেখান থেকে জামাইয়ের আবাদী জমি (সোনামুখী) কৈইপাড়াতে যান বোরো ধানের চারা রোপন করতে। এমন সময় জামাইয়ের চাচাতো ভাই প্রতিপক্ষ বাবু মিয়া সহ তার ছেলেরা রাজু, আমিনুল, সাখাওয়াত ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে এবং মতিয়ারকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থল থেকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মতিয়ার রহমানের।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ফারহান তানভীরুল ইসলাম বলেন, আমরা তাকে (মতিয়ার) মৃত অবস্থান পেয়েছি। দুপুর ২টার কিছু সময় পরে তাকে হাসপাতালে নিয়ে এসেছে পরিবারের লোকজন। নিহতের বাম পায়ে বেশ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কয়েকটি চিহ্ন রয়েছে।
এবিষয়ে মুঠোফোনে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, জমিজমা সংক্রান্ত জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে এবং মরদেহ হাসপাতালে আছে। এমন খবর পেয়ে ঘটনা স্হলে উপস্থিত হয়ে হত্যার ঘটনার সাথে জড়িত বাবুল চৌধুরী ওরফে বাবু কে আটক করেছি। এঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটকে আসামি কে আগামীকাল দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/ রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]