
দিনাজপুরের খানসামা উপজেলায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে কুমড়িয়া বনফুল ক্লাবের আয়োজনে বেলুন উড়িয়ে এ উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম শাহ, তহিদুল ইসলাম তহি, কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এম মন্টু আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয়নন্দ ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে কেষ্টহরি ফুটবল একাডেমি।
বিবার্তা/জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]