
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ ছাত্র ও জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাকেরহাট শাপলা চত্বরে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ বিক্ষুব্ধ ছাত্ররা পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছায়। এরপর বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খানসামা উপজেলার অন্যতম সমন্বয়ক রহিদুল ইসলাম রাফি বলেন, স্বৈরাচার হাসিনা এত ছাত্র-জনতাকে হত্যার পরেও ভারতে বসে ষড়যন্ত্র করছে। এটা ছাত্র-জনতা মেনে নিবে না তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল চিহ্ন মুছে দিতেই বিক্ষুব্ধ ছাত্র ও জনতা এমন প্রতিবাদ করেছে।
বিবার্তা/জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]