
দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা পর্যায়ে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। একই দিন বিকেল পাঁচটায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান, নন্দীপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোতালেব হোসেনসহ খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন বলেন, এবারে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্টে ১৪ টি স্কুল ও মাদ্রাসার দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ও গোহাড়া হাইস্কুল অংশ গ্রহণ করে। টসে জিতে পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ৬৩ রানের টার্গেট দেয়। পরে গোহাড়া হাইস্কুল শেষ ওভারের শেষ বলে সিক্স মেরে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে তারা খেলার অংশগ্রহণ করবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]