
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ ৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬৯ জন চিকিৎসকের বিপরীতে কর্তব্যরত চিকিৎসক রয়েছে মাত্র ৪৫ জন চিকিৎসক। চিকিৎসক সংকট থাকায় এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন জেলার লক্ষ জনতা।
চিকিৎসক সংকট দূরীকরণের দাবিতে ৯ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছে পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরাম নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে অনশন কর্মসূচি শুরু করে তারা।
অনশনকারীদের দাবি বৈষম্য দূর করে শূন্য পদগুলোতে চিকিৎসক পদায়ন করে চিকিৎসাসেবা নিশ্চিত করা। একই সাথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন নির্মাণ হয়ে পড়ে থাকা ২৫০ শয্যা ভবন চালু সহ ৯ দফা দাবি উত্থাপন করেন অনশনকারীরা।
পরে দুপুর ১টায় পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান খবর পেয়ে অনশন কর্মসূচীতে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সাথে অনশন কর্মসূচী পালন করা তরুণদের পানি খাওয়ায় অনশন কর্মসূচী ভাঙ্গান জেলা প্রশাসক সাবেত আলী।
পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে দাবি তুলে আগামী ১৫ দিনের মধ্যে বৈষম্য দূর করে শুন্য পদগুলোতে চিকিৎসক পদায়নের দাবি জানান তারা। অন্যথায় কঠোর অনশন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেয়া হয়।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]