হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২০
হিলিতে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিবৃতির পরে সকল জল্পনা কল্পনার অবসন ঘটিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলে পন্ডু হওয়ার সাত দিনের মাথায় নারীদের প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামের ধানী জমি সংস্কার করে (অস্থায়ী মাঠে) ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লি. এবং ইটাই মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেড-এর আয়োজনে এই প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় উপস্থিত ছিলেন।


আজকের খেলায় ঢাকা নারী দল ও জয়পুরহাট নারী দল অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে শেষে ঢাকা নারী দল ৩-০ গোলে জয়পুরহাট নারী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়। উক্ত অস্থায়ী মাঠে মরহুম এমদাদুল হক মাষ্টার স্মৃতি ডবল গরু ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে। বাড়তি বিনোদনের জন্য এই প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। খেলায় টিকিটের মূল্য নির্ধারণ করা জন প্রতি ৫০ টাকা।


হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে এই প্রথম অনুষ্ঠিত নারী খেলোয়াড়দের প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচটি দেখার জন্য বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে আশপাশের গ্রামের শত শত নারী ও পুরুষ খেলা প্রেমীদের মাঠে উপচে পড়া ভিড়।


বিকেল ৪ ঘটিকায় আমন্ত্রিত অতিথিবৃন্দ দুই দলের খেলোয়াড়দের সাথে কথা বলে খেলা শুরু করা হয়।


খেলায় ইটাই গ্রামের বিশিষ্ট সমাজসেবিকা মোছা. মাহফুজা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা।


আরও উপস্থিত ছিলেন, জেলা নারী দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সহসাংগঠনিক সম্পাদক নুরজাহান চৌধুরী পুতুল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমুখ।


উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি উপজেলার একই ইউনিয়নের বাওনা অস্থায়ী মাঠে বিজয় দিবস উপলক্ষে গরু ও খাসি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বাড়তি বিনোদনের জন্য প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আয়োজক কমিটি। ওই দিন এলাকার তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে খেলার মাঠে উপস্থিত হলে আয়োজক কমিটির সদস্যদের তৌহিদী জনতার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com