
দিনাজপুরের খানসামা উপজেলায় ঘন কুয়াশায় পথ আটকিয়ে ব্রজেন রায় নামের এক দোকান কর্মচারী যুবকের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী ওই যুবক খামারপাড়া ইউনিয়নের গারপাড়া এলাকার নগেন্দ্রনাথ রায়ের ছেলে।
ছিনতাইয়ের শিকার ঐ যুবক জানান, ঘটনার দিন আনুমানিক রাত ১১ টায় দোকান বন্ধ করে টাকা ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন ভুক্তভোগী ব্রজেন রায়। পথিমধ্যে উপজেলাট গারপাড়া এলাকায় তার পথ রোধ করেন ছিনতাইকারীরা। এসময় তাকে মারধর করে এবং ব্যাগে থাকা ৪ লক্ষ টাকা ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা৷
ভুক্তভোগী দোকান কর্মচারী ব্রজেন রায় বলেন, দীর্ঘদিন ধরে আমি এই পথে যাওয়া আসা করি৷ কালকে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না। ছিনতাইকারীরা আমার সর্বস্ব লুট করে নিলো। দোকান মালিককে কি জবাব দিব জানি না।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ঘটনাটি শুনে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]