
ছাত্রলীগের দেশে ফেরার ঘোষণায় দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
৩১ জানুয়ারি, শুক্রবার রাতে হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারস্থ এলএসডি মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ১ ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী রূপে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা যেন বাংলার মাটিতে সমাগত হতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রেজায়ান প্রধান, রিপন সহ অনেকে।
বিবার্তা/রব্বানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]