মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে, আহত ১৫
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে, আহত ১৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাসটির ধাক্কায় নিহত হয়েছেন এক পথচারী।


শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


আহতরা সবাই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।


জানা গেছে, শুক্রবার ভোরে শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হন নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে খাদে আছড়ে পড়ে তাদের বাস। তবে, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই লোকটি।


জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com