
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রি বন্ধে দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করে ১৭৪ কেজি পলিথিন জব্দ করেছে প্রশাসন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে এ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
আইন অমান্য করে বাণিজ্যিক ভিত্তিতে পলিথিন বিক্রি ও মজুদ করার দায়ে একটি মামলায় শাহাদাত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫৪ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া দক্ষিণ বাজারের একটি খোলা জায়গায় মজুদকৃত ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ওই পলিথিন কেউ দাবি না করায় জরিমানা করা হয়নি।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের আহ্বান জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পলিথিন বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে পাঠানো হবে। অভিযানের সময় কাউখালী থানা পুলিশের বিশেষ একটি দল সহযোগিতায় ছিলেন।
বিবার্তা/রবিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]