আলীকদমে ৫ দালালসহ ৫৮ মিয়ানমার নাগরিক আটক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০০:১৫
আলীকদমে ৫ দালালসহ ৫৮ মিয়ানমার নাগরিক আটক
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে ৫ দালালসহ ৫৮জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার ভোর সাড়ে ৫টার দিকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটক সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদং এর বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন। আটক দালালরা হলেন- মো. আরিফুল ইসলাম (২৫), মো. নজরুল ইসলাম (৪০), মো. জামাল উদ্দিন (২৭), মো. আবু হুজাইফা (৩২) ও মো. খোরশেদ আলম (৫৭)। আটক দালালরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ৫৭ ব্যাটালিয়নের জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মিয়ানমারের নাগরিকসহ ও এর সাথে জড়িত ৫ বাংলাদেশি দালালকে আটক করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহার করার দায়ে জব্দ করা হয় ১টি ডাম্পার ও ১টি প্রাইভেট কারও।


দালালসহ মিয়ানমার নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানায়, আটকের আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com