
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক ইউপি সদস্য ও তার ছেলে নিহত হয়েছেন। এতে অন্তত আরও পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। এ সময় প্রায় ১০০ ককটেল বিস্ফোরণ করা হয়।
নিহতরা হলেন, উপজেলার বাশগাড়ি ইউনিয়নের সঙ্গে ৮নম্বর ওয়ার্ডের সদস্য আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার।
স্থানীয়দের বরাতে পুলিশ সুপার বলেন, বাশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আখতার শিকদারের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এসব ঘটনার মামলায় আখতার শিকদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফেরেন।
এ সময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষজন জড়ো করেন। পরে দুই পক্ষের লোকজন রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ সময় অনেক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আখতার শিকদার ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে মারুফ শিকদারসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়ে।
পরে সেখানে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]