
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিয়াল্লিশর এলাকা থেকে লিটন মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডার (বনানীপাড়া) বাসিন্দা ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, লিটন মিয়া প্রতিদিনের মতো শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
তিনি আরো বলেন, তার গলা ও হাতের কবজি কাটা ছিল। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এটা পূর্বশত্রুতা নাকি দস্যুতা তা বোঝা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]