
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দক্ষিণ তারুয়া এলাকা থেকে ১টি বিদেশি রিভলভার ও ২ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১০ মে) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউপির দক্ষিণ তারুয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি রিভলভার ও ২ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেফতার করতে করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মো. ইমান উদ্দিন (৫৫), ব্রাহ্মণবাড়িয়ার আসুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ এর ১৯/এ ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও, যে কোন অবৈধ অস্ত্র (আগ্নেয়াস্ত্র) এর বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]