
রাজধানীসহ সারাদেশে গত কয়েক দিন ধরে বইছে তীব্র তাপদাহ। এতে গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। বিপাকে পরেছে বাহিরে কাজ করা সাধারণ মানুষ। এবার গরমের স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (১১ মে) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, হঠাৎ করেগরম কমবে না। এটা ধীরে ধীরে কমবে। আগামীকাল সোমবার হালকা বৃষ্টির আভাস রয়েছে। এতে করে দিনের তাপমাত্রা কমতে পারে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে দেশের উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য জায়গায় গরম কিছুটা কমবে।
আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতেই কমবে গরমের তীব্রতা। এছাড়া আগামীকাল দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ‘তীব্র তাপদাহ চলছে। সূর্য এখন বাংলাদেশের ওপর সরাসরি কিরণ দিচ্ছে। তাই বলা যায়, সূর্যের অবস্থানের কারণেই তাপমাত্রা বেশি। আগামীকাল দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা চলবে ২০ মে পর্যন্ত। তাপমাত্রা কমতে হলে বৃষ্টিপাত হতে হবে। কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে।'
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তায় মানুষের চলাচল তুলনামূলক কম। কাজে জন্য বাইরে বেরিয়েছেন, তাদের চোখেমুখে অস্বস্তি আর ক্লান্তির ছাপ।
রাজধানীতে চলছে তীব্র তাপদাহ। গতকাল ঢাকায় সর্বোচ্চ ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের পর আজও সকাল থেকে তীব্র গরম অনুভূত হচ্ছে।
পথচারীরা জানান, হুট করেই গরম বেড়ে গেছে। এখন আর সহনীয় পর্যায়ে নেই। পেটের দায়ে ঘর ছেড়ে বের হতে হলেও বেশি সময় বাইরে থাকা যাচ্ছে। অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছে লোকজন।
পথচারী সোহাগ জানান, তার কাজই বাইরে ঘুরে ঘুরে করতে হয়। এ তীব্র রোদে কাজ করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। বারবার পানি শূন্যতা অনুভব করছি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]