ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামালসহ মাদকদ্রব্য জব্দ
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৫:৪৪
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামালসহ মাদকদ্রব্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ বাঁজি, বাসমতি চাউলসহ অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।


রবিবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়ীয়ার সীমান্তবর্তী হাকড়, মজলিসপুর ও গুসাইপুর এবং কুমিল্লার সীমান্তবর্তী এলাকা পুটিয়া, হায়দ্রাবাদ, খিরনাল, বাল্লাক ও জামবাড়ী নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ ৫৮,৪১,৮৯০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানি মালামাল আটক করা হয়।


আটককৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে ৫৫,০৮০ পিস ভারতীয় বাঁজি, জিরা, বাসমতি চাউল, চা-পাতা, চকলেট ইত্যাদি এবং মাদকদ্রব্য-গাঁজা, হুইস্কি, বিয়ার ও ইস্কাফ সিরাপ।


জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজিবি আরও জানায়, নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত থাকবে।


এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com