ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল হতে পারে আজই
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৫:৩০
ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল হতে পারে আজই
ইবি সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত 'ডি' ইউনিটের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।


রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


জানা যায়, 'ডি' ইউনিটভুক্ত চারটি বিভাগের ৩২০ সিটের বিপরীতে আবেদন করে ২০২৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৮২৮ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯০ শতাংশ।


এদিকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড জাহাংগীর আলম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও ডি ইউনিটের সমন্বায়ক অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মঞ্জুরুল হক।


এ বিষয়ে ডি ইউনিটের সমন্বায়ক অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা উত্তরপত্র নিয়ে কাজ করতেছি, আজকের মধ্যেই ফলাফল প্রকাশ করার চেষ্টা করতেছি।


বিবার্তা/জায়িম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com