
সাতক্ষীরার তালায় প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচিপালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় তালা প্রেসক্লাবে সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব ঘোষ, সহকারী অধ্যাপক স্বপন কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, তালা হাসপাতালের আরএমও ডা. খালিদ হাসান নয়ন প্রমূখ।
বিবার্তা/সেলিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]