
সাতক্ষীরার তালায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন ১ম সংশোধিত প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে কি নোট স্পিকারের দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, আইসিটি কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান কুমার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, আকবর হোসেন, শামীম খান, মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সাইদুর রহমান সাইদ প্রমুখ।
বিবার্তা/সেলিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]