রাজশাহীতে
সাড়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
প্রকাশ : ০৫ মে ২০২৫, ২২:১৩
সাড়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল সোমবার (৫ মে) ভোর ৪:৫০ মিনিটে অভিযান চালিয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে ১৪ কেজি ৪৯০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞািপ্তর।


ধৃত আসামি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীনগরের মৃত তরিকুল ইসলামের ছেলে নূহ আলী (২৭) এবং মৃত সহবুল আলীল ছেলে তাজেল আলী (৩৪)। এ সময় ধৃতদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ৪০ টি, মোবাইল ফোন ২টি, সিম কার্ড ২টি, ও বাস টিকিট ১টি জব্দ করা হয়।


বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর দলটি ময়মনসিংহ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লি.’ নামক চেয়ার কোচে তল্লাসি চালিয়ে মহানগরীর আমচত্বর থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার বাসের লকারের ভিতরে অভিনব কায়দায় বস্তার ভাজে লুকায়িত অবস্থায় ১৪ কেজি ৪৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে।


ধৃত আসামিদ্বয় ময়মনসিংহ জেলায় দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করে আসছিল। তারা ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল।


আসামিদ্বয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনে পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।


আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com