রাজবাড়ীতে সাবেক কৃষক লীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ০৫ মে ২০২৫, ২২:৩৯
রাজবাড়ীতে সাবেক কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় মো. আবুল হোসেন (৬২) নামে এক উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৫ মে) বেলা সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।


গ্রেফতার আবুল হোসেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন নবুওছিমুদ্দিন পাড়ার মৃত ইমান আলী প্রামাণিকের ছেলে।সে উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এতে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে এই মামলার আসামি গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবুল হোসেনকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com