
চুয়াডাঙ্গায় ১৪ টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে ৬ বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।
২৫ ডিসেম্বর, বুধবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুরের মমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫) এবং একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এমন খবরের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টিম।
বিকেল সাড়ে চারটায় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিনজন স্বর্ণ চোরাকারবারীদেরকে ঘোরাফেরা করতে দেখলে তাদেরকে গতিরোধ করা হয়। পরে তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে লুকায়িত স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম বা ১৩৯.৭৫ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/আসিম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]