তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বুথ ক্যাম্প
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৬
তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বুথ ক্যাম্প
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার উদ্যোগে তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


ইউএসএআইডি এর অর্থায়নে এবং দ্যা ক্যাটার সেন্টারের কারিগরি সহোযোগিতায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জালালপুর ইউনিয়নে রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।


জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে বুথ ক্যাম্পের অনুষ্ঠিত হয়।


প্রকল্পের কো-অডিনেটর আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসুতোষ কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।


এসময় ইউপি সদস্য আনারুল ইসলাম,লাভলু,রুম্পা,অগ্রগতি সংস্থার আর মনিটারি কর্মকর্তা সোহানা উপস্থিত ছিলেন।


প্রকল্পের কো-অডিনেটর আল-মামুন জানান, বুথ ক্যাম্পের মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক দলিত নারীরা সরকারী দপ্তরের সেবা পাওয়ার জন্য সরাসরি আর.টি.আই. আবেদনের মাধ্যমে তথ্য জানতে পারেন। তথ্য জানার ফলে সরকারি কর্মকর্তাদের সাথে আত্মসম্পর্ক গড়ে ওঠে এবং তথ্য পাওয়ার পথ প্রস্থ হয়।


বিবার্তা/সেলিম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com