দৌলতপুরে শীতবস্ত্র ও মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৬
দৌলতপুরে শীতবস্ত্র ও মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ করা হয়েছে।


২১ ডিসেম্বর, শনিবার সকাল ১০ টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে এ শীতবস্ত্র ও মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ করা হয়।


সাবেক প্রধান শিক্ষক মো. চাঁদ মল্লিকের সভাপতিত্বে শীতবস্ত্র ও মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া হোসাইন মোহাম্মদ ওয়াসিম ফিরোজ পলিটেকনিক ইনস্টিটিউটের ইনষ্টাক্টর (গণিত) হাসান মো. নাদিম আনজুম।


প্রধান আলোচক ছিলেন, ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ম আসাদুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন, এ এফ মোস্তফা কামাল।


এ ছাড়াও ১২ বছর যাবৎ মানবকল্যাণ সংগঠনের পরিচালনা করে আছেন, ড. ফজলুল হক গার্লস কলেজের সহকারী অধ্যাপক এস এম ওয়াজেদ আলী, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, আইডিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও জেএমজি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে মেধা অন্বেষণে মেধাবী যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ ক্যাটাগরিতে ৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩ ক্যাটাগরিতে নির্বাচিত ৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।


এছাড়া বিভিন্ন এলাকার কয়েকশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ প্রদান করেন সংস্থাটি।


বিবার্তা/শরীফুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com