
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামের একটি নদ থেকে চয়ন হোসেন (৭) ও আবির হাসান (৫) নামে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় বারোবাজার ইউনিয়নের বুড়িভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
চয়ন হোসেন হাসিলবাগ গ্রামের শওকত আলীর ছেলে। অন্যদিকে আবির হাসান আবু সালেহর ছেলে। পুলিশের ধারণা, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, চয়ন ও আবির বৃহস্পতিবার সকালে খেলতে বাইরে বের হয়। সারাদিন খুঁজেও তাদের পাওয়া যাচ্ছিল না। দিনব্যাপী নিখোঁজ থাকার এক পর্যায়ে পরিবারের সন্দেহ হলে পার্শ্ববর্তী বুড়ি ভৈরব নদে খোঁজ করতে যায়। পরে নদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিবার্তা/রায়হান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]