
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রবাদে চুয়াডাঙ্গা জেলা থেকে পায়ে হেঁটে ৬৪ জেলা ঘুরে দেখার উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর বের হয়ে ৯ টি জেলা ঘুরে বাড়িতে ফেরেন। এরপর দ্বিতীয় দফায় গত ১ ডিসেম্বর বের হয়ে এখন পর্যন্ত ৭ জেলা ঘুরেছেন।
আকাশ আজ বুধবার (১১ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা হতে সকাল ১০টায় পায়ে চিলমারী উপজেলায় পৌঁছানো বিকেল সাড়ে চার টার দিকে।
আজকে চিলমারীতে অবস্থান করে আগামীকাল গাইবান্ধা জেলার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেবেন।
আকাশ আহমেদের বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার খাসকাওরা ডিগ্রি কলেজের ইন্টার ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।
আকাশ আহমেদ জানান, অনেকেই তো যানবাহন বা বিভিন্ন ভাবে জেলা ঘুরেছেন। আমার কাছে মনে হয়েছে আমি পায়ে হেঁটেই ৬৪ জেলা ঘুরব। সেই আমি বেরিয়ে পড়েছি। ইনশাআল্লাহ আমি ৬৪ জেলায় পায়ে হেঁটেই ঘুরে আসতে পারব। পথে ঘাটে কোথাও সমস্যা হয়নি। সকলেই সহযোগিতা করেছেন। আজকে কুড়িগ্রাম জেলা ছিল ১৫ তম। এখন গাইবান্ধা হয়ে বগুড়া জেলার উদ্দেশ্যে যাবো।
বিবার্তা/রাফি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]