
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাগুরার শালিখা উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর, বুধবার বিকেলে উপজেলার ধনেশ্বরগাতী স্কুল মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান৷
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গির আলম হীরা৷
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, জেলা কৃষক দল নেতা চঞ্চল চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, সদস্য সচিব তুহিন মুন্সী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আজাদ, নজরুল ইসলাম৷
এছাড়াও অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রাজিব হোসেন, সদস্য সচিব নাহিদ বিশ্বাস, শতখালী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, তালখড়ি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গির আলম, সদস্য সচিব আবুল বাশার প্রমুখ৷
বিবার্তা/মনিরুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]