
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে শিখন অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে পলিথিন ও প্লাস্টিকের দূষণ থেকে পরিবেশ ও সুন্দরবন রক্ষার জন্য এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন।
সঞ্চালনা করেন উপজেলা ইয়ুথ ফোরাম সভাপতি মুসাদ্দিক বিল্লাহ তামিম। বিষয়ভিত্তিক আলোচনা করেন সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।
এতে মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, শিক্ষক প্রতিনিধি মো. ফজলুর রহমান, বনজীবী আব্দুল বারেক, মাহবুব তালুকদার, ইয়ুথ ফোরাম সভাপতি মুসাদ্দিক বিল্লাহ তামিম, মাশরাফি আকিব, পলি আক্তার প্রমূখ বক্তব্য দেন।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]