
ফেনীতে ১১৫ বোতল বিদেশি মদসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মডেল থানায় পুলিশ। তার নাম শাহেদুল ইসলাম (২৭)। সে উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের ইয়াকুবের ছেলে।
১২ নভেম্বর, মঙ্গলবার রাতে সদর উপজেলার দক্ষিণ কাশিমপুরের ইয়াকুবের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের একটি টহলদল তাকে গ্রেফতার করেছে বলে জানায় মডেল থানার ওসি ।
জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে বসতঘরে বিদেশি মদ মওজুদ করেছে দক্ষিণ কাশিমপুরের চিহ্নিত মাদক বিক্রেতা শাহেদুল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ফল বেপারী ইয়াকুবের বাড়িতে অভিযান চালায় ফেনী মডেল থানার একটি টহলদল। এসময় ইয়াকুবের ছেলে শাহেদুলকে গ্রেফতার করা হয়। তার বসতঘরে খাটের নিচ থেকে ১১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মর্ম শিংহ ত্রিপুরা বলেন, ধৃত শাহেদুল ইসলাম চিহ্নিত মাদক বিক্রেতা। বুধবার সকালে তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]