
রাজধানীর বনানী ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইআরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন।
লিমা খাতুন বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করি। কিন্তু তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি।’
বনানী থানার ওসি রাসেল সরোয়ার দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
মোটরসাইকেলটি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। ঘটনার পর লরির চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]