নড়াইলে
বিএনপি নেতার গাড়িবহরে হামলা, ৭৫ জনের নামে মামলা
প্রকাশ : ২৪ মে ২০২৫, ২৩:৪৮
বিএনপি নেতার গাড়িবহরে হামলা, ৭৫ জনের নামে মামলা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের নড়াইলে তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ দিন পর শুক্রবার (২৩মে) রাতে নড়াগাতি থানায় বাদী হয়ে মামলা করেন, কালিয়া উপজেলা বিএনপির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু।


এ মামলায় কালিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, নড়াগাতি থানা বিএনপি সহ-সভাপতি নওশের বিশ্বাস, নড়াগাতি থানা বিএনপি সভাপতি মতিয়ার রহমান খান, কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু শেখসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।


মামলার বাদি ও এজহার সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। গত ১৮মে দুপুরে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দেয় । বিকালে তাকে স্বাগত জানাতে কালিয়া উপজেলা বিএনপি,নড়াগাতি থানা বিএনপি ও কালিয়া পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চাপাইল ব্রিজ ঘাট এলাকায় অবস্থান করে। আব্দুল লতিফ সম্রাট কে স্বাগত জানিয়ে কয়েকটি প্রাইভেট ও শতাধিক মটর সাইকেল বহর নিয়ে নেতা কর্মী নড়াগাতি থানার যোগানিয়া বাস স্ট্রান্ডে জাফর মোল্যার গোডাউনের সামনে পৌঁছালে প্রতিপক্ষ বিএনপি নেতা কালিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাসের নেতৃত্বে তার নেতাকর্মীরা শটগান,রামদা,ছামুরা,লোহার রড,বাঁশের লাঠি দিয়ে আব্দুল লতিফ সম্রাটের গাড়ী বহর সহ ৪০টি মটর সাকেইল ভাংচুর করেছে।


এব্যাপারে অভিযুক্ত কালিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু বিশ্বাসর বলেন, বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। কে বা কারা এই হামলা করেছে আমার জানা নেই। তবে আমার লোকজনের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই। কেই যদি আমার বিরুদ্ধে মামলা করে থাকে সেটা মিথ্যা।


নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আশিকুর রহমান শনিবার (২৪মে) বিকালে বলেন,বিএনপি নেতার গাড়ি বহরে হামলার ঘটনায় রাতে মামলা হয়েছে। তবে মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/শরিফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com