
নদীর নতুন পানিতে বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু রোহান। নিখোঁজের ২২ ঘণ্টা পর রবিবার (২৫ মে) সকাল ৯ টার দিকে রুহানের লাশ মিলেছে। রুহান নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের গোকুল হোসেনের ছেলে ও পিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও স্বজনরা জানান, শনিবার সকাল ১১ টার দিকে পিপলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় নির্মানাধীন ব্রীজের পাশে নদীতে বন্ধুদের সাথে গোসল ও খেলা করছিলো রোহান। এর ফাঁকে কোন একসময় বন্ধুদের অগোচরে নিখোঁজ হয় ওই শিশু শিক্ষার্থী। এলাকাবাসী শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সে খবর দেন। তাদের সহায়তায় ডাকা হয় রাজশাহী বিভাগীয় ডুরুরী দলকে। নদীতে কচুরী ও নদীর কারনে তারা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে লাশ উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ শেষ করেন।
রবিবার (২৫ মে) এলাকাবাসী পুনরায় শিশু রোহানের লাশ উদ্ধারে নদীতে নামলে সকাল ৯ টার দিকে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় ডুবে যাওয়া শিশুর মরদেহ খুঁজে পায়।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম শিশু রোহানের মৃত্যু ও লাশ উদ্ধারের সত্যাতা নিশ্চিত করে জানান, গোকুলের দুই সন্তানের মধ্যে রোহান ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]