হাকিমপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৫:২৩
হাকিমপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি' এই প্রতিপাদ্যক সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তিন দিনব্যাপী (২৫-২৭ মে) “ভূমি মেলা-২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৫ মে) সকালে ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


জানাগেছে, হাকিমপুর উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য।


র‍্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এর নেতৃত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা, হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোঃ মাহফুজ আলম, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ সহ আরও অনেক।


আলোচনা সভায় ইউএনও অমিত রায় বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। আজকের মেলার এটিই প্রতিপাদ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এধরনের মেলার প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।


সবশেষে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান ও নবায়নকৃতদের মাঝে ডিসিআর প্রদান করা হয়।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com