
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং-যায় প্রশাসন। বাজারের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৯ ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
৯ নভেম্বর, শনিবার দুপুরে উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।
গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম হাসান জানান, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পন্য পাওয়ায় ৯ জন ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়, পাকা রশিদ সংরক্ষণ সহ দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়।
তিনি আরও জানান, জনগণ যাতে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সেই কারনে নিয়মিত বাজার মনিটরিংয়ের কাজ অব্যাহত থাকবে।
বিবার্তা/শান্ত/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]