নন্দীগ্রামে হেফাজতের গণ মিছিল ও সমাবেশ
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২৩:০৭
নন্দীগ্রামে হেফাজতের গণ মিছিল ও সমাবেশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে বগুড়ার নন্দীগ্রামে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা হেফাজতে ইসলাম।


শুক্রবার (২৩ মে) বাদ আসর উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ প্রঙ্গন থেকে একটি গণ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়।


পরে উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা ফরহাদ প্রমুখ।


বক্তারা চার দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো, কুরআন বিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদ বাতিল করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, শাপলা চত্বরসহ অতীতের সকল গণহত্যার বিচার নিশ্চিত করা ও হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি প্রদান, ফিলিস্তিন এবং ভারতে মুসলমানদের ওপর চলমান গণহত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।


তারা সরকারের প্রতি এসব দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহবান জানান।


বিবার্তা/মনিরুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com