
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণউড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিপ্লব বিশ্বাস (৩৫) দক্ষিণউড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে ও উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা হয়। এই মামলায় তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে বিপ্লবকে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজীব রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]