
বান্দরবান জেলার লামা উপজেলায় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামি।
২৩ মে, শুক্রবার বিকেলে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে সংগঠনের লামা উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনের লামা উপজেলা শাখার আমীর কাজী মো. ইব্রাহিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামি’র বান্দরবান জেলা শাখার আমীর এসএম আবদুচ ছালাম আজাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামি’র বান্দরবান জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম প্রধান বক্তা ছিলেন। সংগঠনের উপজেলা সেক্রেটারী মোহাম্মদ শোয়াইব’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোহাম্মদ ইয়াহিয়া বাবুল, মাওলানা আবু বকর সিদ্দিক, কাজল বরণ দাশ, মাওলানা মো. জাহেদুল ইসলাম, ক্যচিং মং মার্মা, পলাশ বড়–য়া প্রমুখ। এ সময় প্রধান অতিথি এসএম আবদুচ ছালাম আজাদ বলেন, আমরা নেতা হবো না। মানুষের সেবক হবো। সব মানুষের বিপদে আপদে বাংলাদেশ জামায়াতে ইসলামি’র নেতাকর্মীরা পাশে ছিল, আছে এবং পাশে থাকবে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]