
নড়াইলের নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ জিল্লাল মোল্যা (৫০)নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৩ মে) ভোররাতে পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মাদরাসার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিল্লাল মোল্যা পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে।
নড়াগাতি থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে গোপন সংবাদ পেয়ে নড়াগাতি থানার উপ-পরিদর্শক এসআই রাজীব পাল রাজু তার সঙ্গীয় ফোর্সসহ পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে অভিযান চালায়। পরে পাখিমারা মাদরাসা মোড় থেকে জিল্লাল মোল্যা কে আটক। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, মাদক ব্যবসায়ী জিল্লাল মোল্যার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন,নড়াগাতি থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ জিল্লাল মোল্য কে আটক করেছে। তবে আজ বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]